আমরা অনেক সময় এমন প্রশ্ন করি যার উত্তরে কোন উপকারী জ্ঞান অর্জিত হয় না। সময় মানে জীবন। আমাদের জীবন আমরা অনর্থক নষ্ট করতে পারি না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مِنْ حُسْنِ إسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম।
তিনি আরো বলেন,
فَإِنَّمَا أَهْلَكَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ كَثْرَةُ مَسَائِلِهِمْ
বেশী বেশী প্রশ্ন করা … তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে।
প্রডাক্টিভভাবে সময় কাজে লাগাই। অনর্থক প্রশ্ন করে সময় নষ্ট না করি।