শায়খ সালেহ আল উসাইমিনকে এক ব্যক্তি একটি মজার প্রশ্ন করেছেন। শায়খও সেই প্রশ্নটির উত্তর মজা করেই দিয়েছেন। রাহিমাহুল্লাহ।
প্রশ্ন : শায়খ, আল্লাহ আপনাকে জান্নাত প্রদান করুন! আমি মাঝে মাঝেই স্বপ্নে আপনার দারসে অংশগ্রহণ করি! সেখানে আমার কিছু প্রশ্ন থাকে! আমি প্রশ্ন করি আর আপনি সেগুলোর উত্তর দেন! এখন আমি জানতে চাই এই উত্তরগুলোর হুকুম কী (আমি কি উত্তর অনুযায়ী আমল করতে পারব)?
শায়খ উসাইমিন হাসতে হাসতে বললেন, আমি তো এটা স্মরণ করতে পারছিনা! আমি আমার ঘুমের মধ্যে তোমাকে প্রশ্ন করতে দেখিনা! যাহোক, তুমি এটার উপর নির্ভর করো না। যদি তুমি আমার দারসের কোন রেকর্ড শুনো তাহলে সেটা ঠিক আছে। কিন্তু আমি কাউকে স্বপ্নে দারস দিই না!