মানুষ একটা সময় বিশ্বাস করতো যে, চোখ এক প্রকার আলোক রশ্নি ছুড়ে এবং সেই রশ্নির মাধ্যমে কোনোকিছু দেখতে পায়। অবৈজ্ঞানিক এবং ভুল এই বিশ্বাসটিকে সর্বপ্রথম যে মানুষটি ভেঙ্গে দেয় তিনি হচ্ছেন মুসলিম বিজ্ঞানী হাসান ইবনুল হাইছাম। পশ্চিমারা যাকে আল হ্যাজেন (Alhazen) নামে চেনে। তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রমাণ করেন চোখ বস্তু থেকে আলোক রশ্নি গ্রহণ করে, ছোড়ে না।
চোখ আলো গ্রহণ করে, ছোড়ে না –এটা বোঝার পর তিনিই সর্বপ্রথম ‘পিনহোল ক্যামেরা’ (আধুনিক ক্যামেরার আদি রুপ) তৈরি করেন।
তার বই ‘কিতাবুল মানাযির’ এবং তার অনেক আবিষ্কার আধুনিক বিজ্ঞানীদের অনেক ক্ষেত্রেই অণুপ্রাণিত করে। হাসান ইবনুল হাইছাম আধুনিক আলোকবিদ্যার জনক বলে সমাদৃত।
জীবনকাল : ৯৬৫ – ১০৪০ খ্রীষ্টাব্দ।
তথ্যসূত্র : উইকিপিডিয়া, ইসলামিক হিস্টরি ইনস্টিটিউট।