তিনি রাত্রিকে তিনভাগে ভাগ করতেন। একভাগ ইলমের জন্য, একভাগ ঘুমের জন্য, আর একভাগ ইবাদতের জন্য। তাঁর আমল ছিল ইখলাস দ্বারা পরিপূর্ণ। আমলে কসুরের ভয়ে তিনি অঝোর ধারায় কাঁদতেন। অতি বিনয়ের কারণে তিনি নিজেকে পাপী মনে করতেন এবং বলতেন,
আমি পূন্যবান নই কিন্তু আমি পূন্যবানদের ভালবাসি এ আশায় যে আমি তাদের শাফায়াত পাব। যাদের সম্বল হল পাপ আমি তাদেরকে অপছন্দ করি, যদিও সম্বলের দিক থেকে আমি ওদের সমান।
লোকেরা তার ব্যাপারে বলেতেন, পূণ্যের পথ থেকে বিচ্যুতির সামান্যতম মোহ তার ব্যাপারে জানা যায়নি।
তিনি হলেন ইমাম মুহাম্মদ ইবন ইদ্রিস আশ-শাফেয়ী রাহিমাহুল্লাহ।
[আশ শাফেয়ী, হাশিয়াতুল বুজাইরামী; মুহাম্মদ আবু যুহরার]