ইলম অর্জনের পেছনে খরচ করতে করতে ইমাম মালেক রহিমাহুল্লাহর শিক্ষক রাবীআহ ঘরের ছাদের কাঠ পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। অবস্থা এমন দাড়িয়েছিল যে, কখনাে কখনো তিনি ময়লা আবার্জনার স্থান থেকে খেজুর কুড়িয়ে খেতেন।
পৈত্রিকভাবে সম্পদশালী এবং সুখে-শান্তিতে লালিত পালিত হওয়া ইমাম বুখারি রহিমাহুল্লাহর সম্পদও একসময় ইলম অর্জনের পথে ব্যয় হয়ে গিয়েছিল। অবস্থা এমন দাড়িয়েছিল যে, পোশাক তৈরির পয়সাটুকুও ছিল না।
এগুলো ছিল ইলম অর্জনে আমাদের সালাফগণের ত্যাগ।
ইলম অর্জনের পথে আমাদের ত্যাগ কতটুকু?
সুবহানআল্লাহ। আল্লাহ তাদের এই ত্যাগ কে কবুল করুক, আমীন
আল্লাহ আপানাদের উপরও রহম করুক, আপনাদের এই সাইট টাতে অনেক শিক্ষণীয় পোস্ট করার জন্য।