রাসূলুল্লাহ ﷺ এর মৃত্যুর পরে ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহ আনহু জানতে পারলেন আনসারদের নিকট রাসূলুল্লাহ ﷺ এর কিছু হাদিস আছে যা তিনি শুনেননি।
তাই হাদিসগুলো শুনতে তিনি চলে গেলেন এক আনসার সাহাবির বাড়িতে। কিন্তু সেই সাহাবি দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন। ইবনু আব্বাস দরজা বন্ধ দেখে ফিরে গেলেন না। চাদরটাকে বালিশ বানিয়ে শুয়ে রইলেন সাহাবির দরজার সামনে। বাতাসে ইবনু আব্বাসের মুখের উপর ধুলো-বালি এসে পড়ছিল। তবুও তিনি গেলেন না।
সাহাবি দরজা খুললেন, রাসূলুল্লাহ ﷺ এর চাচাতো ভাইকে দরজার সামনে শুয়ে থাকতে দেখে তিনি বেশ অবাক হলেন।
– তুমি কী কাজে এসেছো? আমাকে ডেকে পাঠালেই তো পারতে।
– না, বরং আমার আপনার নিকট আসাটাই অধিক যুক্তিযুক্ত।
তারপর ইবনু আব্বাস তাকে হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকজনও হাদিস শোনার জন্য জড়ো হয়ে গেল।
সুনান আদ-দারেমী : ৫৮৫ – ৫৮৯
এ হাদিসটি থেকে কী শিক্ষা পেলেন? কমেন্ট করে জানান আমাদের।