ইসলামি কাজে পারিশ্রমিক গ্রহণ করাকে আমাদের সমাজে ভালো দৃষ্টিতে দেখা হয় না। অথচ ইসলামি কাজে পারিশ্রমিক নেওয়া জায়েয আছে। একজন মানুষ তাঁর সময় ও শ্রম ব্যায় করে একটা কাজ করে দেবে, আর আমরা সেটিকে পারিশ্রমিক প্রদান করা ব্যাতীত আশা করব—এটি ইসলামের শিক্ষা না।
ইবনু সাইদী আল মালিকি রহিমাহুল্লাহ বলেন, উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে একবার যাকাত আদায়ের জন্য কর্মচারী হিসেবে নিয়োগ করলেন। আমি যখন আদায়কৃত যাকাতের সম্পদ তার কাছে জমা করলাম তখন তিনি আমাকে কিছু পারিশ্রমিক দিতে চাইলেন।
আমি বললাম, আমি এ কাজ শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। সুতরাং আমার পারিশ্রমিক শুধু আল্লাহর কাছেই পাওয়ার আশা করি। উমার বললেন, আমি যা দিচ্ছি তা নিয়ে নাও।
কারণ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় তিনি আমাকে পারিশ্রমিক দিতে চাইলে আমিও তোমার মত একই কথা বলেছিলাম। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, “যদি তোমার চাওয়া ব্যাতীত কেউ তোমাকে কোন কিছু দেয় তাহলে তুমি তা গ্রহণ করবে এবং অপরকেও দান করবে।”
[সহিহ মুসলিম ২২৯৮]
কেউ স্বইচ্ছায় দিলে(চাওয়া ব্যাতিত) নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু তা যদি ফিক্সড করা হয় কিংবা ডিমান্ড করা হয় কতটুকু যুক্তিযুক্ত…??