আগামীকাল আশুরার সিয়াম।
আশুরার সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মোচন করে। রাসূল ﷺ বলেছেন, আল্লাহর কাছে আশা করি তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন।
[সহিহ মুসলিম : ১১৬২]
এটি আমাদের উপর আল্লাহ তা‘আলার অনুগ্রহ যে, একদিন সিয়াম রাখার ফলে তিনি আমাদের বিগত এক বছরের গুনাহ মাফ করে দেন। নিশ্চয় আল্লাহ মহান অনুগ্রহকারী।
আশুরার সিয়ামের মহান মর্যাদার কারণে রাসূল ﷺ এই সিয়ামের ব্যাপারে খুব আগ্রহী থাকতেন। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন,
ফজিলতপূর্ণ দিন হিসেবে আশুরার সিয়াম ও এ মাসের সিয়াম অর্থাৎ রমজানের সিয়ামের ব্যাপারে রাসূল ﷺ কে যত বেশি আগ্রহী দেখেছি অন্য কোন সিয়ামের ব্যাপারে তদ্রূপ দেখিনি।
[সহিহ বুখারি : ১৮৬৭]