উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, মদিনার উপকণ্ঠে এক অন্ধ বৃদ্ধা বাস করত। আমি মনে মনে প্রতিজ্ঞা করি, সেই অন্ধ বৃদ্ধার জন্য আমি পানির ব্যবস্থা করব এবং তার প্রয়ােজন পূরণ করব। সেজন্য যখনই আমি তার কাছে আসতাম, দেখতাম আমার আগে কে যেন তার সকল প্রয়ােজন পূরণ করে চলে গেছেন।

প্রতিদিন আমার আগে কে এসে এই বৃদ্ধার প্রয়ােজন পূরণ করে তা দেখার জন্য আমি একদিন আগেভাগে এসে পাশের এক জায়গায় আত্মগােপন করে রইলাম। দেখি আবু বকর এসে বৃদ্ধার প্রয়ােজন পূরণ করছেন। আর আবু বকর তখন আমিরুল মু’মিনিন। তা দেখে উমার বলে উঠলেন, আল্লাহর কসম! আপনিই তাহলে সেই লােক!
[তারিখুল খুলাফা, সুয়ুতি]

আবু বকর রাদ্বিয়াল্লাহ আনহু ঐসময়টায় খলীফা তথা রাষ্ট্রপ্রধান ছিলেন। নিঃসন্দেহে একজন খলীফার ব্যস্ততা অন্যদের চেয়ে অধিক। এত ব্যস্ততার মাঝেও তিনি একটি ভাল কাজ বেছে নিয়েছিলেন করার জন্য।
আমরাও ব্যস্ত থাকি, তবে খলীফাদের মত নয়। আমরা কি পারিনা আল্লাহর জন্য এমন একটি ভাল কাজ বেছে নিতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *