আনাস ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন–
কতক লোক আল্লাহর পরিজন।
সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! তারা কারা?
তিনি বলেন : কুরআন তিলাওয়াতকারীগণ (তথা কুরআনের অনুসারীগণ) আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা। [ইবন মাজাহ : ২১৫]
কুরআনের অনুসারীগণ হল ঐসকল ব্যক্তি যারা কুরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে। আমাদের পরিবারের সদস্যরা যেমন আমাদের কাছের লোক তেমনি ঐসকল ব্যক্তিরাও আল্লাহর কাছের লোক। তাদের বিশেষ মর্যাদার কারণে ‘আল্লাহর পরিজন’ বলে সম্বোধন করা হয়েছে। যেমনটি পবিত্র কাবার সম্মানার্থে বলা হয়ে থাকে বায়তুল্লাহ তথা ‘আল্লাহর ঘর’। [ইসলামকিউএ]