ছাত্রদের ক্লান্তির আশংকায় সাহাবীগণ তাদের ছাত্রদের ইলম অর্জনের মাঝে বিরতি দিতেন। ইবনু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল প্রতি বৃহস্পতিবার ছাত্রদের নাসিহা দেওয়া।
একবার এক ছাত্র বলল, আমার ইচ্ছা জাগে যেন আপনি প্রতিদিন আমাদের নাসিহা করেন।
তখন ইবনু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদের অবস্থার প্রতি খেয়াল রেখে নাসিহা করি যাতে তোমরা নাসিহা গ্রহণ করতে করতে ক্লান্ত না হয়ে পড়। কারন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন আমাদেরকে ইলম দিতেন তখন তিনি খেয়াল রাখতেন যেন আমরা ইলম অর্জন করতে করতে ক্লান্ত না হয়ে পড়ি।
[বুখারি ; কিতাবুল ইলম]