উমার রাদ্বিয়াল্লাহু আনহু বসে আছেন সাথীদের নিয়ে। তিনি সবাইকে বললেন–
তোমরা আমকে তোমাদের একটি ইচ্ছের কথা জানাও।
কেউ বলল, আমি চাই এই ঘরটি স্বর্ণ দ্বারা পরিপূর্ণ হয়ে যাক। যেখান থেকে আমি আল্লাহর পথে ব্যয় করব।
কেউ বলল, আমি চাই এই ঘরটি মূল্যবান রত্ন-মণি-মুক্তো দিয়ে ভর্তি হয়ে যাক। যেখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, সদাকা করব।
উমার রাদ্বিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমি চাই এই ঘরটি পরিপূর্ণ হয়ে যাক আবু ‘উবায়দা ইবনুল যাররা, মু’য়ায ইবনে জাবাল, সালিম মাওলা আবু হুযাইফা, আবু হুযাইফা ইবনুল ইয়ামানদের মত মানুষ দ্বারা।
[আল মুসতাদরাক ‘আলা সাহিহাইন : ৫০০৫]
স্বর্ণ কিংবা দামী পাথর অনেক মূল্যবান। কিন্তু দামী মানুষের চেয়ে বেশি দামী আর কিছুই নয়।
পৃথিবীর সবচেয়ে দামী রিসোর্স মাটির ওপরে থাকা হিউম্যান রিসোর্স – মাটির তলার তেল বা খনিজ সম্পদ নয়।