পুলসিরাত হলো চুলের চেয়ে সূক্ষ্ন, তরবারির চেয়ে ধারালো এক সেতু, যা জাহান্নামের উপর স্থাপিত থাকবে।
মানুষ তার আমল অনুযায়ী এ সেতু অতিক্রম করার সামর্থ্য লাভ করবে। যারা দুনিয়াতে ভালো কাজ করতে তাড়াহুড়ো করত তারা দ্রুত এ সিরাত অতিক্রম করবে।
আর যারা দুনিয়াতে ভালো কাজ করার ব্যাপারে ধীরগতির ছিল এবং যে সৎকাজকে মন্দ কাজের সাথে মিশিয়ে ফেলত, আল্লাহ যদি তাদের ক্ষমা না করেন তাহলে হয়ত সে পা পিছলে জাহান্নামে পতিত হবে। এ থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই।
সিরাত কেউ চোখের পলকে পার হবে, কেউ পার হবে বিদ্যুতের মতো, কেউ বাতাসের মতো, কেউ পার হবে ক্ষীপ্র বেগে ধাবিত ঘোড়ার গতিতে। কেউ ছুটে যাবে উটের মতো, অনেকে হেঁটে যাবে, অনেকে আবার হামাগুড়ি দিয়ে পার হবে।
বিশ্বাসীরা ছাড়া কেউ এই সিরাত অতিক্রম করতে পারবে না। অবিশ্বাসীরা এটি অতিক্রমের সুযোগই পাবে না, কারণ তাদের তো আগেই জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আল্লাহ যেন আমাদেরকে সেদিনের সেই ভয়ংকর মুহুর্তে নিরাপত্তা দান করেন।
– শাইখ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ
[শারহ রিয়াদ আস-সালিহিন ১/৪৭০]