ছবিতে দেখতে পাচ্ছেন একটি শিশুর হাতের রেডিওগ্রাফ (বামে) যার এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি। ডানের ছবিতে দেখতে পাচ্ছেন ৭ বছর বয়সি আরেকটি শিশুর হাতের রেডিওগ্রাফ যে স্কুলে যেতে পারে, লিখতে পারে।
জানতে চান কেন ছোট শিশুরা লিখতে পারে না?
দুটো ছবির মধ্যে পার্থক্যটা খেয়াল করি। এই ছবিটিই তার উত্তর। তাদের হাত এখনও পুরোপুরি গঠিত হয়নি। ছবিতে দেখা যাচ্ছে আঙ্গুলের হাড়গুলোর মধ্যে এখনও অনেক ফাঁকা রয়েছে। যা কলম ধরতে এবং তা নিয়ন্ত্রন করতে বাধা সৃষ্টি করে।
এসময় শিশুদের খেলতে দিন, ছবি আঁকতে দিন, মাটি খুঁড়তে দিন –এভাবে সে খেলুক। খেলতে খেলতে তার হাত প্রস্তুত হোক। লেখার বয়স না হতেই তাকে যেন লেখার জন্য জোর জবরদস্তি না করি।