আবুল হাসান বুনান আল হাম্মাল একজন সৎকর্মশীল মুহাদ্দিস ছিলেন। মিশরের শাসক ইবন তুলুন একবার কোনো এক কারণে তাঁর উপর খুবই ক্ষিপ্ত হলো। শাস্তি হিসেবে আবুল হাসান বুনানকে সিংহের খাঁচায় নিক্ষেপ করল।
কিন্তু অলৌকিকভাবে সিংহ এসে আবুল হাসানের শরীরের গন্ধ শুঁকল কিন্তু তার কোন ক্ষতি করল না।
স্বাভাবিকভাবেই শায়খ আবুল হাসানকে খাঁচা থেকে বের করা হলো। কেউ কেউ উৎসুক হয়ে তাঁকে জিজ্ঞেস করল, ঐ সময় আপনার কেমন লাগছিল? ভয় পাচ্ছিলেন? মনে কী চিন্তা এসেছিল?
শায়খ বললেন, ‘সিংহটা যখন একদম কাছে এসে আমাকে শুঁকছিল, আমি বন্য পশুর লালা – পাক নাকি নাপাক এ নিয়ে আলিমগণের ইখতেলাফগুলো ভাবছিলাম।’
তারিখ আল বাগদাদ : ১০১/৭