আমাদের চারপাশের মানুষ – যারা আমাদের সবচেয়ে কাছের, আমাদের পরিবারের – তারা কী আমাদের ক্ষতি করতে পারে?
পারে, অনেক সময় এই ক্ষতিটা দেখা যায়, অনেক সময় দেখা যায় না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে পরিবার পরিপালন করা যাবে এটা যেমন আমাদের শিখিয়েছেন আবার সাথে সাথে সবসময় আল্লাহর কাছে এ ব্যাপারে সাহায্য চাওয়াও শিখিয়েছেন।
যেমন তাবারানীতে বর্ণিত একটি দু’আতে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে-
হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই খারাপ প্রতিবেশী থেকে।
এমন স্ত্রী থেকে যে বয়স হওয়ার আগেই আমাকে বৃদ্ধ করে ফেলবে।
এমন সন্তান থেকে যে আমার উপর প্রভুত্ব করবে।
এমন সম্পদ থেকে যা আমার শাস্তির কারণ হবে।
এমন বন্ধু থেকে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে – যে আমার ভালো জিনিসগুলো লুকিয়ে ফেলবে আর খারাপ জিনিসগুলো প্রচার করে বেড়াবে।
[তাবারানী, সিলসিলা সহিহা]