খলিফা উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু এক ব্যাক্তির নিকট থেকে একটি ঘোড়া নিলেন। ঘোড়াটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখার সময় সেটি পিছলে পড়ে যায় এবং তার পা ভেঙ্গে যায়। লোকটি ক্ষতিগ্রস্থ ঘোড়া ফেরৎ নিতে অস্বীকৃতি জানালো। সে এর একটি বিচার চাইলো। উমার তখন উক্ত সমস্যা সমাধানের জন্য একজন বিচারক নিযুক্ত করলেন। এক্ষেত্রে উমার তাকে পছন্দমত বিচারক নিযুক্ত করার সুযোগ দিলেন। ইরাকের একজন বিচারক নিয়ে আসা হল বিচারকার্যে।
বিচারক ঘটনাটি শুনে উমারকে বললেন, আপনি যখন ঘোড়াটি নিয়েছিলেন তখন সেটি খুঁতহীন এবং সুস্থ ছিল। সুতরাং আপনিই এই ক্ষতির জন্য দায়ী। আর অবশ্যই আপনাকে ঘোড়াটি সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। এভাবে বিচারক খলিফার বিরুদ্ধে রায় দিলেন।
কী ভাবছেন, বিচারের রায় খলিফার বিরুদ্ধে গিয়েছে বলে তিনি ক্ষমতার দাপট দেখাবেন? না!
উমার সেদিন এরকম সৎ এবং নিরপেক্ষ বিচারক পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। আর বিচারের রায় মাথা পেতে নিয়েছিলেন।
[তারিখ আল দিমাশক]