হাম্মাদ ইবনু সালামা ছিলেন একজন মুখলিস আলিম। তার সময়ে শাসক ছিলেন খলীফা মুহাম্মাদ ইবনু সুলাইমান।
একবার খলীফা চিঠির মাধ্যমে হাম্মাদকে ডেকে পাঠান একটি মাসআলা জানার জন্য। তার জবাবে হাম্মাদ চিঠিতে লেখেন,
“আমরা যাদের কাছে ইলম অর্জন করেছি, তারা কেউ আমাদের কাছে আসেননি। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি আসুন এবং জিজ্ঞাসা করুন। তবে অবশ্যই একা আসবেন, পদাতিক কিংবা অশ্বারোহী বাহিনী নিয়ে আসবেন না।”
এই চিঠি পাওয়ার পরে বাদশা নিজেই হাম্মাদ এর বাসায় আসেন। এসে তিনি বলেন,
“যখনই আমি আপনার দিকে তাকাই তখনই কেমন যেন আমার ভেতরে ভয় জেগে ওঠে। এটা কেন?”
হাম্মাদ ইবনু সালামাহ বলেন, আমি সাবিত আল বুনানী থেকে শুনেছি, তিনি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন,
“কোনো আলিম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শেখেন, তখন সকল জিনিস তাকে ভয় করে। আর যখন কোনো আলিম দুনিয়ার ধন-দৌলত লাভের আশায় ইলম শেখে, তখন সে সকল জিনিসকে ভয় পায়।” [কানযুল উম্মাহ, ৪৬১৩১]
সূত্র : সালাফদের জীবন কথা।