মিশরের রাজার স্ত্রী (জুলেখা নামে খ্যাত) ইউসুফ আলাইহিস সালামকে দুটো পথের একটি বেছে নিতে বলেছিল। হয় যিনা না হয় জেলখানা।
ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন–
قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ
হে আমার রব! তারা আমাকে যে দিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। [সূরা ইউসুফ : ৩৩]
নিজের চরিত্র হেফাজতের জন্য এটা ইউসুফ আলাইহিস সালামের একটা ত্যাগ ছিল। যে ত্যাগের কারণে তিনি বহুদিন যাবৎ বিনা অপরাধে জেল খাটেন। আমরা আমাদের ঈমান-আখলাক হেফাজতের জন্য ত্যাগ করছি তো?