ইসলাম শ্রমিকদের কতটা অধিকার দিয়েছে তা এই হাদিসটি পড়লে বোঝা যায় :
রাসূলুল্লাহ ﷺ বলেছেন–
দাস-দাসীরা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং যার ভাই তার অধীনে থাকবে, সে নিজে যা খায় তাকে যেন তা-ই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকে যেন তা-ই পরিধান করায়। তোমরা তাদের ওপর এমন কাজ চাপিয়ে দিয়ো না যা তাদের জন্য খুব কষ্টকর। যদি তাদের কষ্টকর কাজ করতে দাও, তবে তোমরা নিজেরাও তাদের কাজে সাহায্য করবে। [বুখারি : ১৬৬১]
এখানের রাসূল ﷺ স্পষ্টভাবে ‘তোমাদের ভাই’ বলার মাধ্যমে শ্রমিকদের আপন ভাইয়ের মর্যাদা দিয়েছেন।
তিনি আরও বলেছেন, তোমরা শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক প্রদান করো। [ইবনে মাজাহ : ২৪৪৩]