রাসূল ﷺ বলেছেন,
যে ব্যক্তি শিশুকালে কুরআন শিখল, কুরআন তার রক্তমাংসের সাথে মিশে গেল..। [দায়লামি, হাকেম]
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
যে ব্যক্তি বয়ঃপ্রাপ্তির পূর্বেই কুরআন শিখল তাকে প্রজ্ঞা দিয়ে ভূষিত করা হলো।
হাসান বলতেন,
আমাদের হাতে আপনাদের শিশুদের তুলে দিন, কেননা তারা হলো শূন্য হৃদয়, তারা যা শোনে তা সংরক্ষণ করে রাখতে অধিক সক্ষম। [খতিব আল বাগদাদি : আল কিফায়া ফি ইলমী রিওয়ায়া]