ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ইলমে হাদীসের উদ্দেশ্যে বিভিন্ন দেশে সফর করতেন এবং সফরের পাথেয় যোগাড়ের জন্য তিনি লুঙ্গির ব্যবসা করতেন। একবার ইয়েমেনের এক রুটি বিক্রেতার কাছে তাঁর কিছু ঋণ হয়ে গেল। ঋণ শোধ করার মত তাঁর কাছে কিছু না থাকায় তিনি নিজ জুতা তাকে দিয়ে দিলেন এবং নিজে নগ্ন পায়ে চলতে লাগলেন। পথে উটের উপর বােঝা উঠা-নামাকারী শ্রমিকদের সাথে মজুরীর কাজেও তিনি শরীক হন। এতে যা পারিশ্রমিক মিলত তা দিয়ে তিনি কোন রকম দিনাতিপাত করতেন।
ইত্তেবায়ে সুন্নাহ – মুহাম্মাদ ইকবাল কিলানী।