আনাস ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত :
তিনি বলেন, নবী ﷺ -এর যুগে দুই ভাই ছিল। তাদের একজন রাসূলুল্লাহ ﷺ -এর দরবারে উপস্থিত থাকত এবং অন্যজন আয়-উপার্জনে লিপ্ত থাকত। কোন একদিন রাসূলুল্লাহ ﷺ -এর নিকট সেই উপার্জনকারী ভাই তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করল। তিনি তাকে বললেন, হয়তো তার ওয়াসিলায় তুমি রিযিকপ্রাপ্ত হচ্ছ।
[মিশকাত : ৫৩০৮, সহীহাহ্ : ২৭৬৯]
এ হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে যারা ইসলামী জ্ঞান অর্জন করছে তাদের ইলম অর্জনে সাহায্য করা রিযক প্রাপ্তির একটি মাধ্যম।