এই রামাদানে অন্তত একবার কুরআন খতম দিবো। বেশি বেশি দান-সদকা, নফল সালাত, দু‘আ আর উত্তম সব আমল দিয়ে সাজাবো প্রিয় রামাদানকে। এটাই হতে পারে আমার জীবনের শেষ রামাদান। রামাদান মাস পাবো অথচ আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিবো না, তা কি হয়?

এরকম অসংখ্য পরিকল্পনা থাকে আমাদের প্রিয় মাস রামাদানকে ঘিরে। কিন্তু আমাদের জীবনে রামাদান আসে রামাদান যায়। প্রতিবারই ভাবি আবার আগামী রামাদানে…!

রামাদান নিয়ে আপনার পরিকল্পনাকে আরও বেশি ফলদায়ক এবং কার্যকর করতে তাইবাহ একাডেমি  রামাদানের সপ্তাহখানেক আগে দিনব্যাপী একটি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছে ইনশাআল্লাহ।

শিক্ষক হিসেবে থাকবেন :

শায়খ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

শায়খ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ

শায়খ ড. ইমাম হোসেন হাফিজাহুমুল্লাহু তা‌‘আলা।

সালাতের ব্যবস্থা, দুপুরের খাবার এবং সার্টিফিকেইট থাকবে । পর্দার ব্যবস্থা থাকবে। ভাইদের পাশাপাশি বোনরাও অংশগ্রহন করতে পারবেন ইনশাআল্লাহ।

তারিখ : ১১ ই এপ্রিল ২০২০, শনিবার।

স্থান : ঢাকা। ভেন্যুর সুনির্দিষ্ট নাম রেজিস্ট্রেশনকারীদের জানিয়ে দেওয়া হবে।

ওয়ার্কশপ ফি: ১০০০ টাকা।

রেজিস্ট্রেশন করতে 01517-835994, 01303-252307 -এই বিকাশ (পার্সোনাল) নম্বরসমূহে পেমেন্টে করে TRX ID দিয়ে ফর্ম পূরণ করুন।

অথবা যারা অনলাইন পেমেন্ট করতে চান তারা এই লিংকে গিয়ে বিকাশ/রকেট/কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন – https://payment.taibahacademy.com/workshop

(অনলাইন পেমেন্ট করলে পুণরায় রেজিস্ট্রেশন করা লাগবে না)।