‘অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ’ কোর্সটি কাদের জন্য?
আমাদের অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি ডিজাইন করা হয়েছে ছাত্র-ছাত্রী, গৃহিনী, চাকুরিজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করে। যাতে সবাই তাদের অবসর সময়ে পড়ালেখা করতে পারে।
ভর্তি হবো কীভাবে?
ভর্তির জন্য campus.taibahacademy.com এ রেজিস্ট্রেশন করতে হবে। আগেই রেজিস্ট্রেশন করে থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তারপর ডিপ্লোমার জন্য পেমেন্ট করলে আমরা ডিপ্লোমা কোর্সে Enroll করে দিব।
ক্লাস করবো কীভাবে?
ক্লাস পরীক্ষা সবকিছু অনলাইনে হবে। প্রতিটি ক্লাসে একটি করে প্রি-রেকর্ডেড ভিডিও, একটি পিডিএফ নোট এবং একটি ক্লাস টেস্ট থাকবে। ক্লাসের ভিডিও দেখে, নোট পড়ে ক্লাস টেস্ট দিতে হবে।
সেমিস্টারের মাঝামাঝি সময়ে একটি মিডটার্ম এবং সেমিস্টার শেষে একটি ফাইনাল পরীক্ষা থাকবে। মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। সেই সময়সীমার মধ্যে পরীক্ষা দিতে হবে।
ডিপ্লোমা কোর্সটিতে ভর্তি হতে কী যোগ্যতা লাগবে?
বাংলা শুনে, পড়ে বুঝতে পারে এরকম যেকেউ কোর্সটি করতে পারবেন।
মোট কতটি সেমিস্টার?
মোট ২ টি সেমিস্টার। তবে ২ সেমিস্টারের মধ্যে কোর্স শেষ করতে না পারলে বাকি কোর্সগুলো আরেকটি সেমিস্টারে করার সুযোগ থাকবে। এজন্য অতিরিক্ত ২,০০০ টাকা প্রদান করতে হবে।
আমি কি বাংলাদেশের বাইরে থেকে কোর্সটি করতে পারবো?
পারবেন। আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই কোর্সটি করতে পারবেন।
এই কোর্স করার জন্য আরবী পড়তে জানা কি আবশ্যক?
না। কোর্স ম্যাটেরিয়ালস এবং লেকচার সবকিছু বাংলায়।
ক্লাস কখন করতে হবে?
আমাদের ক্লাসগুলো প্রি-রেকর্ডেড। তাই আপনি আপনার সুবিধামত যেকোন সময়ে ক্লাস করে, নোট পড়ে পরীক্ষা দিতে পারবেন।
সপ্তাহে কতটি ক্লাস?
সপ্তাহে ৩/৪ টি ক্লাস করলে আপনার সবগুলো মডিউল সময়মত শেষ হয়ে যাবে ইন শা আল্লাহ।
মোট কতটি সাবজেক্ট?
ডিপ্লোমা কোর্সে মোট ১৪ টি সাবজেক্ট আছে। আপনাকে ২/৩ সেমিস্টারে সবগুলো সাবজেক্ট শেষ করতে হবে।
একটি সেমিস্টারে কতটি সাবজেক্ট নিতে হবে?
প্রতি সেমিস্টাতে সর্বনিম্ন ৪ টি থেকে সর্বোচ্চ ৭ টি সাবজেক্ট নিতে হবে। দুই সেমিস্টারে শেষ করতে চাইলে প্রতি সেমিস্টারে ৭ টি করে সাবজেক্ট নিতে হবে।
প্রতিটি সাবজেক্টে কতটি করে ক্লাস?
এটা সাবজেক্ট অনুযায়ী বিভিন্নরকম। কোন কোর্সে ১০ টি, কোনটিতে ১৫ টি, কোনটিতে ২০ টি এরকম।
ভর্তি হওয়ার কতদিন পরে ক্লাস শুরু করা যাবে?
ভর্তির সময়ই আমরা ক্লাস শুরুর তারিখ জানিয়ে দিই। সেই তারিখ অনুযায়ী ক্লাস শুরু হবে।
ছাত্র-ছাত্রীদের পর্দার ব্যবস্থা কী? ফ্রি-মিক্সিংয়ের সম্ভাবনা কতটুকু?
ছাত্র-ছাত্রীরা আমাদের ওয়েবসাইটে নিজ নিজ ড্যাশবোডে লগিন করে ক্লাস দেখে পরীক্ষা দিবে। ফ্রি-মিক্সিংয়ের কোন সুযোগ নেই।
এই কোর্স করে আমি কতটুকু জানতে পারবো?
অনেক বেশি না জানলেও আল্লাহ আপনার জন্য যতটুকু ইলম অর্জন করা ফরজ করেছেন তার কিছুটা হলেও জানবেন ইন শা আল্লাহ।
কোর্সের পরীক্ষা কীভাবে হবে?
সব পরীক্ষাই অনলাইনে দিতে হবে। প্রতিটি মডিউল শেষে মডিউল টেস্ট দিতে হবে। মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা কোর্স শিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ে দিতে হবে। পরীক্ষাগুলো হবে MCQ পদ্ধতিতে।
কতটি পরীক্ষা দিতে হবে?
প্রতি সাবজেক্টে যতগুলো মডিউল থাকবে ততগুলো মডিউল টেস্ট দিতে হবে। সাথে প্রতিটি সাবজেক্টে একটি মিডটার্ম এবং একটি ফাইনাল পরীক্ষা দিতে হবে।
কুইজ টেস্ট/মডিউল টেস্ট কখন দিতে হবে?
মডিউল টেস্টগুলো আপনি যেকোন সময় দিতে পারবেন। আর মিডটার্ম আর ফাইনালের জন্য নির্দিষ্ট সময় থাকবে। মিডটার্ম এবং ফাইনালের জন্য এক সপ্তাহ করে সময় দেয়া হবে। সেই সময়ের মধ্যে পরীক্ষাগুলো দিতে হবে।
মিডটার্ম কখন দিতে হবে?
কোর্স শিডিউলে যে সময় দেয়া থাকবে সেই সময়ে দিতে হবে। সময়ে কোন পরিবর্তন আনা হলে আমরা আপনাকে ইমেইলে এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিব ইন শা আল্লাহ।
ফাইনাল পরীক্ষা কখন দিতে হবে?
মিডটার্মের মতই। কোর্স শিডিউলে যে সময় দেয়া থাকবে সেই সময়ে দিতে হবে। সময়ে কোন পরিবর্তন আনা হলে আমরা আপনাকে ইমেইলে এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিব ইন শা আল্লাহ।
কোর্স শেষে কি সার্টিফিকেইট প্রদান করা হবে?
হ্যাঁ। ডিপ্লোমা কোর্সটি যারা পাশ মার্ক পেয়ে সম্পূর্ণ করবে তাদের সার্টিফিকেট দেয়া হবে।
সর্বমোট পাশ মার্ক কত?
ক্লাসটেস্ট, মিডটার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এবং এসাইনমেন্ট এর মার্ক যোগ করে সবমিলিয়ে ৬০% মার্ক পেতে হবে।
প্রতি সেমিস্টারের মেয়াদ কতদিন?
ছয় মাস।
মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা দিতে না পারলে কী করবো?
মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা প্রথমবার দিতে না পারলে আমরা একটি ‘লেট এক্সাম’ এর আয়োজন করি। তাই প্রথমবার দিতে না পারলে পরেরবার দিতে হবে।
লেট মিডটার্ম এবং লেট ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত ফি প্রদান করতে হবে কি?
অতিরিক্ত ফি প্রদান করতে হবে না।
কোর্সে কোন স্কলারশিপের ব্যবস্থা আছে?
যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে। এজন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ অথবা ইমেইল করে বিস্তারিত জানা যাবে।
ডিপ্লোমা কোর্স সমাপ্ত হওয়ার পর আমরা কি পোস্ট-গ্র্যাজুয়েট করতে পারবো?
এটা তাইবাহ একাডেমিতে এখনও শুরু হয়নি। ভবিষ্যতে হয়তো শুরু হতে পারে ইন শা আল্লাহ।
পরীক্ষার ফি কি আলাদাভাবে দেওয়া লাগবে?
না, সেমিস্টার ফি ব্যাতীত অন্য কোন ফি নেই।
ডিপ্লোমাতে ভর্তি হওয়া ছাড়াই কি আলাদাভাবে কোর্সগুলো করা যাবে?
না, এখন সেই ব্যবস্থা নেই। ভবিষ্যতে হয়তো আমরা সেই ব্যবস্থা করতে পারি।
কোর্সের জন্য কী কী বই লাগবে?
কোর্সের জন্য আলাদা বই লাগবে না। কারণ আমরা প্রতিটি মডিউলে ভিডিও লেকচারের পাশাপাশি হ্যান্ড-নোটও দিয়ে থাকি। তবে কোর্সগুলোর হ্যান্ড-নোট পরে বই আকারে প্রকাশ করলে সেগুলো সংরক্ষণ করে রাখা আপনাদের জন্য উত্তম।
তবে আপনি কোন বিষয় সম্পর্কে আরও বেশি জানতে চাইলে সেই বিষয় রিলেটেড কোন বই পড়তে পারেন।
ক্লাসগুলো কি সব প্রি-রেকোর্ডেড? নাকি কোন লাইভ ক্লাস করার ব্যবস্থা আছে?
ক্লাসগুলো সবই প্রি-রেকোর্ডেড। তবে ওরিয়েন্টেশন ক্লাস, মিড-টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসগুলো লাইভ। সেখানে আপনি চাইলে সম্মানিত শিক্ষকগণকে সরাসরি প্রশ্নও করতে পারবেন।
কোনকিছু না বুঝলে প্রশ্ন করবো কীভাবে?
প্রতিটি কোর্স পেজের শুরুতে ডিসকাসন ফোরাম এবং কুইজ ফোরাম আছে। সেখানে পোস্ট করতে পারবেন। অথবা মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষার পূর্বে কয়েকটি লাইভ ক্লাস হবে। সেখানে শাইখকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন।
ভিডিও ক্লাস এবং নোটগুলো কী ডাউনলোড করা যাবে?
ডাউনলোড করা যাবে। তবে অন্য কোন সাইটে প্রকাশ বা আপলোড করা নিষিদ্ধ।
আমার সাথে পরিবারের অন্য সদস্যরা ক্লাস করতে পারবে?
ক্লাস করতে এবং নোট পড়তে পারবে। কিন্তু যিনি রেজিস্টার্ড শিক্ষার্থী তিনিই পরীক্ষা দিবেন। সার্টিফিকেইটও তিনিই পাবেন।
প্রতিটি ভিডিও ক্লাস কত মিনিটের?
এটা ক্লাসের বিষয় অনুযায়ী বিভিন্নরকম। তবে ক্লাসগুলো এভারেজ ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে হবে।
ডিপ্লোমা কোর্সগুলোর মধ্যে যেগুলো আগেই করা হয়েছে (নন-ডিপ্লোমা হিসেবে) সেগুলো কি আবার করতে হবে?
সেগুলোর পরীক্ষাগুলো দিতে হবে। কারণ ডিপ্লোমাতে মিডটার্ম পরীক্ষা আছে যেটা ফ্রি কোর্সে নেই।