বিসমিল্লাহির রাহমানির রাহিম।
একটা সময় ছিল যখন জ্ঞান অর্জনের ব্যাপারটা অতটা সহজ ছিল না। সাহাবাদের যুগে আসহাবে সুফফার বাসিন্দারা দুনিয়াকে বিসর্জন দিয়ে মসজিদে নববীতে থেকে ইলম শিখতেন। এরপর আসলেন সালাফদের পরবর্তী প্রজন্মগুলো। শরীয়ত, দ্বীনের ইলমগুলো অর্জনে তারা লম্বা লম্বা সফর করতেন। কেবল একটি হাদীস শোনার জন্যে চলে যেতেন অনেক ক্রোশ পথ। তাদের হাত ধরেই নাহু, সরফ,তাফসীর, হাদিস, ফিকহের মত শাস্ত্রগুলো বিকশিত হয়েছে, হয়েছে সুনিপুনভাবে সজ্জিত। এরপর মধ্যযুগে মুসলিমরা জ্ঞানের রাজ্য চষে বেড়িয়েছে সদর্পে। এসব ইতিহাস অনেকেরই জানা। জ্ঞানের এই ঐতিহ্যটি হাজারো বছরের পুরনো।
আমরা আধুনিক যুগের মানুষ। পূর্ববর্তী প্রজন্মগুলোর রেখে যাওয়া জ্ঞানের উত্তরাধিকার আমরা। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হল তাদের সমস্ত কাজগুলোকে আমাদের কিছু ভাই এমনভাবে সাজিয়েছেন যে অনেকের জন্য ইলম এর বিশাল রাজ্যের প্রবেশদার খুব সহজেই উন্মুক্ত হয়ে গিয়েছে।
বর্তমান ইন্টারনেট এবং স্মার্টফোনের যুগে নিশ্চয়ই হাদীসের একটা কিতাব খোঁজার জন্য দূরের কোনো দেশে যাবার দরকার পড়ে না। আপনাদের জন্য আছে স্মার্ট লাইব্রেরি মাকতাবাতুস শামেলাহ যেখানে হাদীস তো বটেই, শরয়ী ইলমের এমন কোন শাস্ত্র নেই যার উপর বই পাওয়া যায়না। আপনাদের হাতের কাছেই আছে স্মার্টফোন। সেখানের এপ্লিকেশনগুলো ব্যবহার করে সহজেই আপনারা পড়তে পারছেন ক্লাসিকাল সব তাফসীর, দেখে নিতে পারছেন হাদীসের তাখরীজ। একটা ক্লিকেই আপনার সামনে উদ্ভাসিত হচ্ছে ইলমের আলোকিত জগত।
আরবি শেখার বিষয়টি ইলম অর্জনের একেবারে শুরুর বিষয়। অধিকাংশ আলেম ইল্ম অর্জনের প্রারম্ভেই আরবি শেখার ব্যাপারে তাগাদা দেন। কারণ এই যে শত শত ইলমি কিতাব, নবীদের রেখে যাওয়া উত্তরাধিকার সেগুলোর অধিকাংশই যে লুগাতুল আরাবিয়্যাহ তে!!
কিন্তু একটা সময় ছিল যখন চাইলেই আপনি আরবি শিখে ফেলতে পারতেন না। অনেকে হয়তো নিয়ত থাকা সত্ত্বেও কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান পেতেন না বা সময় করে উঠতে না পারায় যেতে পারতেন না উস্তাযের কাছে। কিন্তু এখন সময় পাল্টেছে। আপনার জন্য শুধু দরকার ইন্টারনেট কানেকশন অথবা নূন্যতমে একটা স্মার্ট ডিভাইস।
চলুন এবার এমন কিছু জিনিসের সন্ধান আপনাদের দিই যেগুলো দিয়ে সহজেই আপনারা আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করে দিতে পারেন। আর মজার বিষয় হচ্ছে এসব কোর্সের অধিকাংশই ফ্রি। অর্থাৎ আপনার যেটা করতে হবে তা হচ্ছে কিছু সময় দেয়া নিয়ম করে।
১. মদীনা এরাবিকঃ
“দুরুসুল লুগাতিল আরাবিয়াহ” নামের বইটি বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান মদীনা ভার্সিটির সিলেবাসের অন্তর্ভুক্ত। আরবি ভাষার প্রাথমিক ভিত অর্জনে এটা হতে পারে আপনার প্রথম পছন্দ। বাংলা এবং আরবি দুই ভাষাতেই এই বইটির উপর টিউটোরিয়াল পাওয়া যায়। সুতরাং সময় ক্ষেপন না করে দ্রুত খাতা কলম নিয়ে বসে পড়ুন। চিন্তা করছেন লিংক কোথায় পাবো? নিচে আপনার জন্য তাও দিয়ে দেয়া হল।
সব বই পেতে ক্লিক করুন নিচে
সমাধান সহ অন্যান্য ডাউনলোডস এর জন্য দেখুনঃ
বাংলা টিউটোরিয়ালঃ
ইংরেজি টিউটোরিয়ালঃ
বুক ১- https://www.youtube.com/watch?v=PSxLKxhrTt0&list=PL431CFECFB590E8E3
বুক ২- https://www.youtube.com/watch?v=vzmvJGI7CmY&list=PL4867FBE3AD9BBD69
বুক ৩- https://www.youtube.com/watch?v=3mCmPOCYdtE&list=PL0456AF8AB89FD3CF
২. এসো আরবি শিখিঃ
মাওলানা আবু তাহের মেসবাহ লিখিত এই বইটি দেশব্যাপী সমাদৃত একটি বই। আগে এটা অনলাইনে পড়ার মত সোর্স ছিলনা। এখন মাদানী নেসাবেরই একজন ভাই অনলাইনে এর দারস দিচ্ছেন। আপনারা সহজেই এই কোর্সটি ফলো করে বইটির তিনটি খন্ড শেষ করে ফেলতে পারেন। এরপর এসো নাহু শিখি, এসো সরফ শিখি এসব কিতাবও দেখে নিতে পারেন।
বইগুলো পাবেন এই লিংক এঃ
ভিডিওগুলো পাবেন এখানেঃ
৩. আল কুর’আনের ভাষাঃ
উস্তায এস এম নাহিদ হাসান ভাইয়ের ছোট ছোট ভিডিওগুলো আরবি শেখার জন্য হতে পারে খুবই উপাদেয় খাবার। তাছাড়া কয়েকটি বই থেকে গবেষণা করে তার লিখিত বই “আল কুর’আনের ভাষা” আপনার সাথে থাকলে আরবি শেখার যাত্রায় আপনি এগিয়ে যেতে পারেন অনেকটা পথ। আর উনার ওয়েবসাইটে আপনি পাবেন কুর’আনের ভাষা শিক্ষা সংক্রান্ত অনেক সুন্দর সুন্দর রিসোর্স।
ওয়েবসাইটঃ http://alquranervasha.com/
ভিডিও দেখতেঃ http://alquranervasha.com/videos
৪. আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকঃ এটা বিশ্বব্যাপী পঠিত একটা বই। খুব চমৎকার, আকর্ষনীয় এর উপস্থাপন। এটা সম্পূর্ণরুপে শেষ করতে পারলে আপনি আরবি বইটই ও পড়া অনেকটা শুরু করে দিতে পারবেন বলে আশা করা যায় ইনশা আল্লাহ।
বাংলা টিউটোরিয়ালঃ https://www.youtube.com/channel/UCYF-QKqFAQ98ohvE9ft1sXA/playlists
ইংরেজি টিউটোরিয়ালঃ https://www.youtube.com/watch?v=RTKlv_fUGvg&list=PL88CDD3C1F59C647D
৫. শারহুল মুকাদ্দিমাতিল আজরুমিয়্যাহঃ
উপরের কোনো একটা কোর্স যদি শেষ করতে পারেন তবে আপনার উচিত হবে আজরুমিয়ার শরাহ টা পড়া। এটা এমন এক কিতাব যা আরবি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। সম্পূর্ণ কিতাবটি আরবিতেই। ইবনে আজরুমের লিখা। অনেকেই এর ব্যাখ্যা করেছেন। এর উপর অনেকের লেকচারও পাওয়া যায়। তবে যেহেতু আপনারা অধিকাংশই বিগিনার লেভেলের ছাত্র তাই আপনাদের জন্য আমি কেবল দুইজনের লেকচার রেকমেন্ড করব। উনাদের কথা স্পষ্ট এবং তুলনামূলক সহজ। এরমধ্যে একজন শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। উনার নাম শোনেনি এমন ত্বলিবুল ইলম পাওয়া কঠিন। শাইখের দরস এর মূল আকর্ষণ হল তিনি খুব সহজ ভাষায় বোঝান। তাই বিগিনার দের বুঝতেও খুব কষ্ট হয়না।
বইঃ http://www.archive.org/download/waqmamme/mamme.pdf
ব্যাখ্যাগ্রন্থঃ
১.https://archive.org/download/WAQ86779/86779.pdf
২. https://archive.org/download/FP69921/69921.pdf
লেকচারঃ
১. https://www.youtube.com/watch?v=ptvoPsQ5stI&list=PLVVEyKe7w0S8ixcwhjEHNfQRVHLAgW38J
২. https://www.youtube.com/watch?v=ZrJgo3OAWAU&list=PL4J7e34bwb6T_elo5QGBgtLpYAf3DPi-x (shaykh uthaymeen)
এতক্ষন যা বললাম সব ফ্রি কোর্স। কিন্তু অনেকসময় দেখা যায় ভাইবোনেরা ফ্রি তে এত ম্যাটেরিয়ালস পেয়েও শেখার আগ্রহ পাননা। বরং তাদের জন্য প্রয়োজন হয় নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান যেখানে ভর্তি হতে হয়, নিয়মিত ক্লাস করতে হয়, এক্সাম দিতে হয় ইত্যাদি। এটা একদিক থেকে ভালো। নিজের পকেটের টাকা খরচ করে পড়লে কিছুটা সিরিয়াসনেস কাজ করে। তাই এবার আপনাদের কিছু অনলাইন+ অফলাইন প্লাটফর্মের খোঁজ দিব যেখানে আপনারা সরাসরি উস্তাযের কাছে ক্লাস করে আরবি শিখতে পারবেন ইনশা আল্লাহ। আর সুসংবাদ এইযে এদের সবগুলোই বাংলাতেই । তো চলুন দেখে নেয়া যাকঃ
১. IIRT: বাংলাদেশে অনলাইনে আরবি শেখানোর শুরুটা সম্ভবত IIRT এর হাত ধরেই। একঝাক উদ্যমী এবং মেধাবি লোকজন কাজ করছেন IIRT তে। এখানে সিলেবাসে মূল ফোকাস রাখা হয় বিখ্যাত মদিনা এরাবিক বুক সিরিজ। তাছাড়া নিজস্ব আপডেটেড স্লাইডস, হ্যান্ডনোট সরবরাহ করা হয়। উস্তাযদের লাইভ ক্লাসে বসার সুযোগ আছে। ক্লাস মিস করলে রেকর্ডিং দেখে নেয়া যায়। নিয়মিত এক্সাম, এসাইনমেন্ট এবং সার্বক্ষণিক উস্তাযের পরামর্শ নেবার সুযোগ আছে। তাছাড়া IIRT প্রায়ই প্রথিতযশা শায়খ, উস্তায দের দিয়ে ওয়েবিনারের আয়োজন করে থাকে যা ছাত্রদের নানা প্রশ্নের জবাব দানে এক সুন্দর প্লাটফর্ম।
বিস্তারিত জানতে ভিজিট করুন।
ওয়েবসাইটঃ http://www.iirt.info
ফেসবুকঃ https://www.facebook.com/IIRTarabic/
২.IOA: আরবি শেখার জন্য আরেকটি প্লাটফর্ম হতে পারে IOA. এখানে ইসলামি শরীয়তের অন্যান্য বিষয় শেখার পাশাপাশি আরবিও শিখতে পারেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন
ওয়েবসাইটঃ www.islamiconlineacademy.com
ফেসবুকঃ https://www.facebook.com/islamiconlineacademy
৩. সিবাওয়াইঃ অফলাইনে ক্লাসরুমে বসে আরবি শিখতে চাইলে আপনি সিবাওয়াই এর দ্বারস্থ হতে পারেন। আমার জানামতে প্রতিষ্ঠানটি যথেষ্ট ভালো এবং আন্তরিক। পরিচালনায় যারা আছেন তারাও যথেষ্ট যোগ্য।
যোগাযোগ করুন ফেসবুক পেইজেঃ
আলহামদুলিল্লাহ। আমাদের যতটুকু বলার ছিল বললাম। এর বাইরেও অনেক কোর্স, বইয়ের কথা আমাদের জানা আছে। কিন্তু সত্যি বলতে কী, অনেক কিছু পেয়ে গেলে আমরা খেই হারিয়ে ফেলি। চোখের সামনে হাজার হাজার রাস্তা থাকা মানে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা ধরবেন । তাই আমরা চাইনি আপনাকে দ্বিধাদন্দে ফেলে দিতে। যতটুকু বলা প্রয়োজন ভেবেছি ততটুকু বলেছি। বাকি সিদ্ধান্ত আপনার। তবে আমাদের পক্ষ থেকে শেষ একটাই কথা থাকবে আর তা হচ্ছে উপরের যে কোর্সটাই শুরু করেন না কেন তাতে দাঁত কামড়ে লেগে থাকুন। হতাশ হবেন না, পথিমধ্যে ছেড়ে দিবেন না। ধারাবাহিকতা বজায় রাখবেন। সাফল্য আপনাকে ধরা দিবেই ইনশা আল্লাহ। এরপর সালাতে দাঁড়িয়ে আপনিও কাঁদবেন, সালাফদের কিতাব পড়ে নরম হবে আপনার অন্তরও। প্রয়োজন শুধু কিছু সময় আর শ্রম আর কুর’আনের ভাষার প্রতি এক অগাধ ভালোবাসা।
-শেখ আসিফ
Jajakallah khairan
আসসালামু আলাইকুম, চমৎকার উপস্থাপনা ও তথ্য দিয়ে আপনি লিখেছেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনার এই লেখা থেকে উপকৃত হওয়ার নছিব হয় যেন আমার জন্য দোয়া করবেন।
আমার মনে হয় IIRT তাদের অবস্থান হারিয়েছে। শেখ আসিফ এখন আর সেখানে পড়ান না। রাহাত বিন ইসলাম জোর করে কোর্স নিচ্ছেন। কেউ প্রশ্ন করলে উত্তর না দিয়া ক্লাস থেকে বের করে দেয়। শিক্ষকতার মান আমার কাছে খারাপ লেগেছে এবং প্রশ্ন করার কারনে কোর্স থেকে বের করে দিয়েছে।
Barakallahu fi hik
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।