দুনিয়াবী শিক্ষা বনাম পরকালীন শিক্ষা

দুনিয়াবী শিক্ষা বনাম পরকালীন শিক্ষা

দুনিয়ার সফলতার পেছনে আমরা বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, বিজনেস স্টাডিজ সব সাবজেক্ট পড়ি। কিন্তু আল্লাহর কথাগুলো বোঝার জন্য কী করি?

বিশ্বাস করুন, ক্লাস নাইন থেকে শুরু করে ইউনিভার্সিটি শেষ করা পর্যন্ত যতগুলো সাবজেক্ট আমাদের পড়তে হয় তার তুলনায় আরবি ভাষা শেখাটা খুব কঠিন কিছু না।

আমরা দুনিয়ার সফলতার জন্য এত কিছু পড়েছি। কিন্তু যে ভাষাটা শিখলে আমরা আল্লাহর এবং রাসূল ﷺ এর বলা কথাগুলো ভালোভাবে বুঝতে পারব সে ভাষাটা শেখার পেছনে আমাদের প্রচেষ্টা কতটুকু?

আল্লাহ আমাদের যে মেধাটা দিয়েছেন সেটা কিন্তু একটা নিয়ামত। আর আল্লাহ অবশ্যই আমাদেরকে আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন [তাকাসুর, ১০২:৮]

জীবনটা কীভাবে পার করেছি এ ব্যাপারেও আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। সেদিন যদি জিজ্ঞেস করেন, তোমার মেধা দিয়ে তুমি এত কিছু করেছো, আমার কথাগুলো বোঝার জন্য কী করেছো?

আমরা কি সেদিনের উত্তরের জন্য প্রস্তুত?

3 Comments

  1. Md. Mahabul Islam

    আমি এখানে পরতে আগ্রহী

  2. যাজাকাল্লাহু খাইরান

  3. MD mahabubul haque

    ইসলামে নারী বিচারক হতে পারবে কিনা ?
    জানালে উপকৃত হবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *