ইসলামে নারীদের শিক্ষার গুরুত্ব কতটুকু তা মহিলা সাহাবীরা বুঝতেন।
একবার তাঁরা রাসূল ﷺ এর কাছে এসে বললেন,
পুরুষেরা আপনার কাছে আমাদের চেয়ে বেশি প্রাধান্য পায়। তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন ধার্য করে দিন। যাতে আমরা আপনার কাছ থেকে ইলম শিক্ষা করতে পারি।
তখন রাসূল ﷺ তাদের জন্য একটি বিশেষ দিন ধার্য করে দিলেন এবং এই দিনে তিনি নারীদের শিক্ষা প্রদান করতেন। [সহীহ বুখারী : 102]
বর্তমান সমাজেও মুসলিম নারীদের উচিত সপ্তাহে একটা সময় ইসলাম শেখার জন্য বরাদ্দ রাখা। রাসুল ﷺ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর শিক্ষাগুলো এখনও জীবিত আছে।
ভাইদের সাথে সাথে বোনদের উচিত ইলম শেখার জন্য যথাসাধ্য চেষ্টা করা।