শাইখ আলি তানতাবি রহিমাহুল্লাহ বলেন,
ছােটবেলায় আমি যেমন ছিলাম, এখনাে একই অবস্থায় আছি। ছােটবেলায় আমি দিনের অধিকাংশ সময় ঘরে পড়াশুনায় অতিবাহিত করতাম। এমনও দিন যেত আমার, যেদিন আমি ৩০০ পৃষ্ঠার মতাে অধ্যয়ন করেছিলাম। ১৩৪০ হিজরি থেকে ১৪০২ হিজরির আজকের এই দিন পর্যন্ত আমার দৈনিক পড়ার গড় হচ্ছে প্রতিদিন ১০০ পৃষ্ঠা।
রাসূল ﷺ বলেছেন,
আল্লাহ তা‘আলার কাছে সেই আমলই অধিক প্রিয়, যা নিয়মিত করা হয়; যদিও তা পরিমানে কম।
[সহীহ মুসলিম ৭৮৩]