যে সুন্নাত হারিয়ে গেছে

যে সুন্নাত হারিয়ে গেছে

আমাদের মাঝে রাসূলুল্লাহ ﷺ এর যে সুন্নাতগুলো হারিয়ে গেছে তার মধ্যে যুলহিজ্জাহর ১ম দশ দিনে এবং তাশরীকের দিগুলোতে তাকবীর, তাহলীল এবং তাহমীদ পাঠ করার সুন্নাতটি অন্যতম। আমাদের মুসলিমদের দায়িত্ব হলো এই সুন্নাতটি আবার ফিরিয়ে আনা।

আমরা বেশিরভাগ মানুষই ভুল বুঝে ঈদুল আযহার তাকবীর শুধুমাত্র ঈদের দিন এবং তাশরীকের দিনগুলোত পাঠ করি। অথচ রাসূল ﷺ যুলহিজ্জাহ মাসের ১ম দিন থেকেই এগুলো পাঠ করতে বলেছেন। তিনি বলেন—

যুলহিজ্জাহ মাসের প্রথম ১০ দিনের চাইতে আল্লাহর নিকট অন্য কোনো দিন নেই যে দিনগুলোতে বান্দার নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহলীল এবং তাহমীদ পাঠ করবে। [মুসনাদ আহমাদ]

রাসূলুল্লাহ ﷺ এই নির্দেশনটা আমরা বুঝতে না পারলেও বুঝেছিলেন সাহাবীগণ। তাইতো সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা যুলহিজ্জাহ মাসের প্রথম দশকে বাজারে যেতেন ও তাকবীর পাঠ করতেন, লোকজনও তাদের অনুসরণ করে তাকবীর পাঠ করতেন। অর্থাৎ, আল্লাহর রাসূল ﷺ এর এই দুই প্রিয় সাহাবি লোকজনকে তাকবীর পাঠের কথা স্মরণ করিয়ে দিতেন। [বুখারি]

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *