হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর ও তাঁর বােনের ছেলেদেরকে বলতেন : ইলম শিখো, কেননা তােমরা এখন ছােট, আর আগামীতে তােমরাই হবে বড়। তোমাদের মধ্যে যে মুখস্থ না করে সে যেন লিখে সংরক্ষণ করে।
[খতিব আল বাগদাদি : আল কিফায়া ফি ইলমী রিওয়ায়া]
লুকমান হাকিম একদিন তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন, তুমি আলিমদের সাথে বসবে, ভিড় ঠেলে হলেও তাদের কাছে যাবে। কেননা আল্লাহ তা‘আলা প্রজ্ঞা দ্বারা মৃত হৃদয়গুলােকে জীবিত করেন, যেভাবে জীবিত করেন বৃষ্টি বর্ষিয়ে মৃত জমিনকে।
[মুয়াত্তা ইমাম মালিক ২/১৬১]
ছবি : মৌরতানিয়ার আসাবা প্রদেশের একটি মাদ্রাসার শিক্ষার্থী।