‘উমার ইবনু আবদুল ‘আযীয রহিমাহুল্লাহ আবূ বাকর ইবনু হাযম রহিমাহুল্লাহর নিকট এক চিঠিতে লিখেন :

অনুসন্ধান কর, আল্লাহর রাসূল ﷺ -এর যে হাদীস পাও তা লিপিবদ্ধ করে নাও।
আমি ধর্মীয় জ্ঞান লোপ পাওয়ার এবং আলিমদের বিদায় নেয়ার ভয় করছি এবং জেনে রাখ, নাবী ﷺ -এর হাদীস ব্যতীত অন্য কিছুই গ্রহণ করা হবে না এবং প্রত্যেকের উচিত ধর্মীয় জ্ঞানের প্রচার-প্রসার ঘটানো আর তারা যেন একসাথে বসে (ধর্মীয় জ্ঞানের চর্চা করে), যাতে যে জানেনা সে শিখতে পারে।
আর নিশ্চয় গোপন করা না হলে জ্ঞান হারিয়ে যাবে না।

[সহীহ বুখারি : ১০০]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *