আমাদের প্রতি কুরআনের কিছু অধিকার রয়েছে। অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়া উচিত।

শোনা :
আল্লাহ বলেছেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শুনো এবং নিশ্চুপ হয়ে থাকো [সূরা আল-আরাফ : ২০৪]

তিলওয়াত :
আল্লাহ বলেছেন, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন তিলওয়াত করো [সূরা আল-মুযাম্মিল : ৪]

মুখস্থ :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যার অন্তরে কুরআন নেই সে ধ্বংসপ্রাপ্ত ঘরের মত [তিরমীযি]

চিন্তাভাবনা :
আল্লাহ বলেছেন, তারা কি এ বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? [সূরা আল-মু’মিনুন : ৬৮]

অনুসরণ :
আল্লাহ বলেছেন, তোমরা তার [এ কিতাবের] অনুসরণ কর এবং তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও। [সূরা আল-আন‘আম : ১৫৫]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *