নাতনীর প্রতি রাসূলুল্লাহ ﷺ এর ভালবাসা

নাতনীর প্রতি রাসূলুল্লাহ ﷺ এর ভালবাসা

উমামা বিনতে আবিল আস রদ্বিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল ﷺ এর নাতনী। রাসূল ﷺ এর প্রথম স্ত্রী খাদিজা রাদ্বিয়াল্লাহু আনহার ঘরে জন্ম নেয়া যায়নাব রাদ্বিয়াল্লাহু আনহার মেয়ে তিনি। জন্মগ্রহণ করেন মক্কাতেই। জন্মের অনেক আগেই নানীকে হারান। মাকে হারান ৮ম হিজরী সালে। মাতৃহীন এ শিশুটিকে রাসূল ﷺ অত্যন্ত স্নেহ করতেন।

একবার উপঢৌকন হিসেবে রাসূল ﷺ একটি মুক্তোর মালা পান। তিনি তাঁর স্ত্রীদের ডেকে মালাটি দেখান। স্ত্রীরা সেটি দেখে মুগ্ধ হন। রাসূল ﷺ বলেন, এটি আমি আমার পরিবারের মধ্যে যে আমার সবচেয়ে বেশী প্রিয় তাঁর গলায় পরিয়ে দেব।

আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলেন, না জানি তিনি এটা আমাকে না দিয়ে অন্য কোন স্ত্রীর গলায় পরিয়ে দেন কিনা!

অন্য স্ত্রীরাও ধারণা করলেন, এটা হয়তো আয়েশার ভাগ্যেই জুটবে!

বালিকা উমামা অদূরেই মাটিতে খেলছিল। রাসূল ﷺ তাঁর দিকে এগিয়ে গেলেন এবং তাঁর গলায় হারটি পরিয়ে দিলেন।

রাসূল ﷺ এ আচারণ দ্বারা নাতনী উমামার প্রতি তাঁর ভালবাসার আধিক্য অনুমান করা যায়!

[সুনানু নাসাঈ]

1 Comment

  1. Samama Begum Chhabi

    সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Leave a Reply to Samama Begum Chhabi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *