আসসালামু আলাইকুম। 

Taibah Academy’র কোর্সগুলোতে Enroll করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১. প্রথমে https://campus.taibahacademy.com লিংকে গিয়ে ‘Register’ বাটনে ক্লিক করুন।

২. এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি একাউন্ট ওপেন করুন। একাউন্ট ওপেন করার পর আপনার Email-এ যাওয়া লিংকে ক্লিক করে একাউন্টটি কনফার্ম করুন। ইনবক্সে ইমেইল না পেলে Spam ফোল্ডারেও চেক করুন। তাও না পেলে আমাদের ফেসবুক পেজে মেসেজ অথবা taibahacademy24@gmail.com এ মেইল করুন।

৩. Email থেকে একাউন্ট কনফার্ম করার পর ‘Login’ বাটনে ক্লিক করে লগিন করুন।

৪. Menu থেকে ‘Courses’ অপশনে ক্লিক করে আপনার কাঙ্খিত কোর্সটি সিলেক্ট করুন।

৫. এরপর ‘Enroll me’ বাটনে ক্লিক করলেই আপনি কোর্সে Enroll হয়ে যাবেন। এরপর পর্যায়ক্রমে মডিউলগুলো শেষ করুন।

5 Replies to “TAIBAH ACADEMY’র কোর্সসমূহে ENROLL করার পদ্ধতি”

  1. السلام عليكم ورحمة ألله وبركاته
    মেয়েদের/ মহিলাদের জন্য কি ভিন্য কোন ব্যবস্হা অাছে?

    1. ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
      জ্বী, মহিলারাও কোর্সে এনরোল করতে পারবেন।

  2. Assalamualaikum. Please let me know –
    What is the course fee for this diploma program? And what is the payment process?

  3. আসসালামুয়ালাইকুম,
    ১ বছরের ডিপ্লোমা কোর্সটি করলে কি দীনের নুন্যতম যেটুকু জানা ফরজ সেইটুকু কি জানা যাবে ?

Leave a Reply to Ashifur Rahman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *