আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

তোমরা কি বলতে পার, দরিদ্র কে?

সাহাবীরা উত্তর দিলেন, আমাদের মাঝে যার দিরহাম (টাকা কড়ি) ও ধন-সম্পদ নেই সে দরিদ্র লোক।

তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে প্রকৃত দরিদ্র লোক, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও যাকাত নিয়ে আসবে; অথচ সে এ অবস্থায় আসবে যে,
– সে কাউকে গালি দিয়েছে
– কাউকে অপবাদ দিয়েছে
– অমুকের সম্পদ ভোগ করেছে
– অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে।

এরপর সে ব্যক্তির নেক আমল থেকে (যাদের উপরে সে উক্তো অন্যায়গুলো করেছে) অন্যদেরকে দেয়া হবে। এরপর যদি পাওনাদারের হক্ব তার নেক ‘আমল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। [সহিহ মুসলিম]

আমাদের জবান এবং অন্যের অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। সামান্য গালি, অপবাদ কিংবা জুলুমের বদলা নিতে আল্লাহ সেদিন ভুলবেন না। কেননা আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। আমরা নিশ্চয়ই সেদিন আমাদের আমলগুলো অন্যদের দিয়ে দিতে চাই না আর কারো পাপও নিজের ঘাড়ে নিতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *