আমাদের পেইজের যে লেখা এবং ডিজাইনগুলো দেখছেন এগুলো আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ। এগুলো তৈরির পেছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। সাথে অর্থনৈতিক খরচতো আছেই।

যখন আমরা দেখি অন্য কেউ আমাদের ডিজাইনের লোগোটা মুছে দিয়ে নিজ নামে প্রচার করছে তখন আমরা খুবই মনঃক্ষুন্ন হই এবং অনুৎসাহিত বোধ করি। এটা একধরণের অকৃতজ্ঞতা।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় [আল-আদাবুল মুফরাদ]

ইসলাম অন্যের সম্পদ অনুমতিব্যতীত ব্যবহার করতে নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

কোনো মুসলিম ব্যক্তির সম্পদ সে নিজে খুশিমনে প্রদান না করলে কারো জন্য কোনোভাবেই তা হালাল হবে না। [সহিহ আল জামে আস সাগীর]

আর আল্লাহ বলেছেন,
وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَـٰطِلِ

তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না… [আল-বাক্বারাহ, ২:১৮৮]

অতএব যখন আমাদের কোনো কন্টেন্ট আপনার প্রচার করতে ইচ্ছে হবে তখন সেটি শেয়ার করতে পারেন অথবা লোগোসহ ক্রেডিট দিয়ে প্রচার করতে পারেন। এটি আমাদের হক্ব। আমরা একে অপরের হক্ব আদায়ের ব্যাপারে যত্নবান হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *